রিপোর্টার// মোঃ দেলোয়ার হোসেন
আমি সাদিয়া সকলের কাছে একটু দয়া চাই ও সহযোগিতা চাই, আমি সুস্থ্য হয়ে পুনরায় লেখাপড়া করতে চাই আবার স্কুলে যেতে চাই। বিছানায় শুয়ে কাতরাচ্ছে কোমরে ও মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত সাদিয়া আক্তার (১৬) এভাবেই কথা গুলো বলছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আবু তাহের ও মোছাঃ হাজেরা খাতুনের মেয়ে সাদিয়ার।
সে বসত ঘরের পাশে একটি জাম্বুরা গাছে পুরাতন শাড়ী দিয়ে একটি দোলনা বানিয়ে খেলা করার সময় হঠাৎ ছিরে নীচে পড়ে গিয়ে কোমর ও মেরুদন্ডে প্রচন্ড আঘাত পেয়ে চিৎকার শুরু করলে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে এসে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করলে ঢাকা মেডিফেয়ার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান তার পুরোপুরি সুস্থ হতে ৫/৭ লক্ষ টাকা লাগবে।
এদিকে সাদিয়ার মা বিধবা হাজেরা খাতুন বলেন আমার স্বামী ৮ বছর আগে মারা যায়। আমি ৪টি মেয়ে ১টি ছেলেকে নিয়ে মানবেতর জীবন-যাপন করে আসছি। আমার একমাত্র ছেলে মানুষের দ্বারে দ্বার
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.