আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শার্শা উপজেলা বাগআঁচড়ায় শোকরানা মিছিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার সকাল (১১ মে) সকাল সাড়ে ১০ ঘটিকা দিকে বাগআঁচড়ায় এ শোকরান মিছিল হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া বাজারের জিরো পয়েন্ট মোড়ে গিয়ে পরে বাগআঁচড়া জামে মসজিদে শোকরানা নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুমানিক ১০.৫০ ঘটিকায় সমাবেশ শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
তিনি বলেন‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ছাত্র-জনতার দাবি সরকার মেনে নিয়েছে। আওয়ামী লীগ একটি জুলুমবাজ দলে পরিণত হয়েছিল। তারা শুধু ফ্যাসিবাদী হয়নি বরং তারা জুলুমকারী হিসেবে জনগণের সামনে আবির্ভূত হয়েছিল।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার আগেই পদক্ষেপ নিতে পারতো। কিন্তু কোন অজানা কারণে সরকার তা করেনি আজ তা আমাদের পরিষ্কার। সরকারের মধ্যেই লুকিয়ে রয়েছে ফ্যাসিস্টদের দোসরদের প্রতি অনুকম্পা দেখানো চক্রান্তকারীরা।
সমাবেশে এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান,ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ রেজাউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আসির মাওলানা হাবিবুল্লাহ বেলালি,সেক্রেটারী তবিবুর রহমান, শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বাসার শার্শা উপজেলা জামায়াতের তারবিয়াত (বিভাগ) সভাপতি ফিরোজ আল মাহমুদ প্রমুখ।
ডেক্স রিপোর্টঃ
তৌহিদুর রহমান।
শার্শা,যশোর।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.