সারা জীবনের ছাত্র হওয়ার মানে কেবল বই পড়ে শেখা নয়; বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে জ্ঞান আহরণ। একজন প্রকৃত সাংবাদিক শুধু প্রশ্ন করতে শেখে না, সে নিজের উত্তরও খোঁজে। সেই খোঁজের যাত্রাই তাকে ‘চির শিক্ষার্থী’ করে তোলে।বিশ্ব প্রতিনিয়ত বদলে যাচ্ছে। খবরের সংজ্ঞা বদলাচ্ছে, মাধ্যম পাল্টে যাচ্ছে, পাঠকের চাহিদাও নতুন রূপ নিচ্ছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের শিখতে হয় নতুন প্রযুক্তি, নতুন ভাষা, নতুন চিন্তা। একজন সাংবাদিক তাই কেবল তথ্য পরিবেশনের দায়ে আবদ্ধ নন; তিনি হয়ে ওঠেন সময়ের ছাত্র, সমাজের ছাত্র, মানুষের ছাত্র।সাংবাদিকতার প্রতিটি রিপোর্টিং, প্রতিটি প্রশ্ন একজন সাংবাদিককে শেখায় কিছু না কিছু। একজন বৃদ্ধার দীর্ঘশ্বাস কিংবা কোন নিভৃত পল্লীর এক মাটির ঘর—সবই শেখার উপকরণ হয়ে ওঠে। এখানে অহংকারের জায়গা নেই, আত্মপ্রসাদের সুযোগ নেই। কারণ প্রতিটি নতুন ঘটনা, নতুন অভিজ্ঞতা সাংবাদিককে নতুন করে ভাবতে শেখায়, লিখতে শেখায়, বুঝতে শেখায়।জ্ঞান অনন্ত, আর শেখার কোনো শেষ নেই”—এই কথাটি সাংবাদিকতা পেশায় এসে প্রতিদিন নতুন করে উপলব্ধি করি। একজন সাংবাদিক হিসেবে আমি নিজেকে কখনোই ‘জানা মানুষ’ ভাবতে পারি না। বরং প্রতিটি সকাল আমাকে মনে করিয়ে দেয়, আমি এখনো শিখছি, জানছি, বেড়ে উঠছি। এ কারণেই নিজেকে ভাবি ‘সারা জীবনের ছাত্র’।আজ যখন সাংবাদিকতা নানান চ্যালেঞ্জের মুখে, তখন প্রয়োজন এমন সাংবাদিক—যিনি শিখতে চান, বুঝতে চান, প্রশ্ন করতে ভয় পান না, এবং নিজের ভুল স্বীকার করে সংশোধনের সাহস রাখেন।একজন সাংবাদিক, ই, নির্ভীকভাবে তুলে ধরতে পারে মানুষের কথা!
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.