রিপোর্টার //বশির আলম
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রতিবন্ধী ব্যাক্তিদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে
দেশের আট বিভাগে সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে।
মন্ত্রী বুধবার সকালে গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের মূল ফটক, গভীর নলকূপ, প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি উৎপাদনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সমাজকল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন খান,সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তাফা কামাল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম,গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেম মোহাম্মদ সফিকুল ইসলাম,শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে নির্বাহী পরিচালক(যুগ্ন সচিব) সেলিম খান, কারখানা ব্যবস্থাপক মহসীন আলী প্রমূখ।
মন্ত্রী বলেন, মৈত্রী শিল্প রুগ্ন দশা থেকে লাভজনক শিল্পে পরিণত হচ্ছে। প্রতিবন্ধীদের কল্যাণে জেলা পর্যায়ে মৈত্রী শিল্পের প্লান্ট স্থাপন করা হবে। এ প্লান্টে মৈত্রী চেয়ার ও ঝুড়ি তৈরি এটিকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করবে।
মন্ত্রী মৈত্রী শিল্প উৎপাদিত পানি প্রসঙ্গে বলেন, সারা দেশে মুক্তা পানির ব্যাপক কদর রয়েছে। বাংলাদেশ বিমানেও এ পানি সরবরাহ করার জন্য কাজ চলছে। দেশের গন্ডি পেরিয়ে মুক্তা ব্র্যান্ডের পানি বিদেশেও ছড়িয়ে যাবে।
মন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্যে বলেন, যারা বিদ্যুতের নামে খাম্বা বাণিজ্য করেছে, দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে, লুটের টাকায় বিদেশে আয়েশ করছে, তারা সরকারের উন্নয়ন নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে। তাদের চেচামেচিতে জনগণ বিভ্রান্ত হবে না। জনগণের শতকরা ৯৫ ভাগ ভোট পেয়ে আবারো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। দিনের আঠারো ঘন্টা লোডশেডিং দেয়া দল উন্নয়নের কী বুঝবে। নতুন প্রজন্ম এখন জানেনা লোডশেডিং কি। এটাই শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা।
এর আগে মন্ত্রী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নবনির্মিত ফটক 'সংশপ্তক', ১০০০ ফুট গভীর নলকূপ, মৈত্রী প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি তৈরির কার্যক্রম উদ্বোধন করেন।এ ছাড়াও মৈত্রী শিল্পের উৎপাদিত দেশ সেরা মুক্তা পানি এবং মৈত্রী প্লাস্টিক পণ্য সামগ্রী প্রচারের লক্ষ্যে নিজস্ব ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেন।
মন্ত্রী একই ক্যাম্পাসে অবস্থিত শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র(ই আর সি পি এইচ) এর কৃত্রিম অঙ্গ প্রস্তুতকরণ কার্যক্রম& পরিদর্শন, বেইল প্রেস উদ্বোধন ও প্রশিক্ষণোত্তর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রাপ্ত ১৮ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.