পটুয়াখালীর দুমকিতে আধিপাত্য বিস্তারের দ্বন্দে প্রতিপক্ষের কিশোর আবদুল কাদের (১৯)কে কুপিয়ে জখমের মামলার ২আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টায় বোর্ড অফিস বাজার থেকে মনির হোসেন ও মহিবুল্লাহকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপড় অব্যহত রয়েছে।থানা পুলিশ সূত্র জানায়, গতশনিবার রাত ৮টার দিকে আধিপাত্য বিস্তারের দ্বন্দে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের গ্রামের হোচেন মৃধার ছেলে কিশোর আ: কাদেরকে বোর্ড অফিস ব্রিজের পচ্চিম পাড় আল আমিন এর চায়ের দোকানে বসা ছিল, হঠৎ প্রতিপক্ষ গ্রুপের হাসিব ও আনোয়ারের নেতৃত্বে ৫/৬কিশোর চাকু, খুড়, চাপাতি নিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা হাসপাতালে ও পরে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতের মা সেলিনা বেগম বাদি হয়ে ৬জনকে আসামি করে দুমকি থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন মামলার সত্যতা নিশ্চিৎ করে বলেন, মামলার এজাহারভুক্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপড় অব্যহত আছে। ধৃত আসামি মনির হোসেন ও মহিবুল্লাহকে সোমবার কোর্টে চালান দেয়া হবে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.