নাজমুল আলম মুন্না, সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্বগড়ি" এই প্রতিপাদ্যকে ধারন করে (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌস। রূপান্তরের আয়োজনে এবং ওয়াটার এইড ও সুইসকন্ট্রাক বাংলাদেশ এর সহযোগীতায় সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। রূপান্তরের ওয়ার্ড মবিলাইজেন অফিসার নাছরিন সুলতানা মৌ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা এমডি লিয়াকাত আলী ও ওয়াটার এইড প্রতিনিধি ইরফান আহমেদ খান। সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক তামান্না জাবরিন, জয়ীতা পুরস্কার প্রাপ্ত নারী শাম্মী আক্তার রিতা ও করবী সুলতানা প্রমুখ। সভায় অংশগ্রহন করেন সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ইয়থ লিডার ও বিভিন্ন নারী নেত্রীগণ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের গো-ফর ইমপ্যাক্ট প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক। সভায় বক্তারা বলেন নারী নির্যাতন রোধে পরিবার থেকেই সর্বপ্রথম সচেতনতা বৃদ্ধির করতে হবে। পাশাপাশি সকল ধরনের নির্যাতন প্রতিরোধ ও নারী পুরুষের মধ্যে বৈষম্য রোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান করেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.