প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গত ১৪ বছরে ধরে আমি আমার কেবিনেটের সকল মন্ত্রীদের নিয়ে দেশের জন্য কাজ করছি এর ফলে আমরা উন্নয়নশীল দেশ হিসাবে মর্যাদা লাভ করেছি। ২০৪১সালের মধ্যে স্মার্ট ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হবে সুস্থ পরিকল্পনা নিয়ে আমরা যদি পরিশ্রম করে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের এই দেশ আর পিছিয়ে যাবে না তাই একটু আন্দোলন ও সংগ্রাম দেখলে ভয় পাওয়ার কিছুই নেই কারণ আমরা জনগণের স্বার্থে কাজ করি যতক্ষণ আমাদের সঙ্গে জনগণ আছে ততক্ষণ আমাদের ভয় পাওয়ার কিছুই নেই জ্বালাও পোড়াও করলে আমরা সহ্য করব না। আন্দোলন সংগ্রাম যে যা করুক আমাদের কোন সমস্যা নেই যদি কেউ দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে আমরা ছাড় দেবো না বলে হুঁশিয়ারি দেন।
সোমবার ৩১শে জুলাই বঙ্গবন্ধু জন প্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন একটি কথা মনে রাখবেন আমাদের মহান মুক্তিযোদ্ধা যারা আমাদের সমর্থন করেনি তাদের মনের দাগ এখনো কেটে যায়নি কিন্তু সেটা অতিক্রম করেই আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে সেজন্য মুখ গোমরা করে থাকা আমি দেখতে চাই না সবাইকে হাসিখুশি দেখতে চাই মানুষের জীবন সমস্যা আসে সমস্যা চলে যায় মনোবল ও শক্তি আমাদের সব সময় ধরে রাখতে হবে এবং সেই শক্তি নিয়েই আমরা দেশকে সময় এগিয়ে নিয়ে যাব এই হলো আমাদের অঙ্গীকার। তিনি আরো বলেন জনগণের ভাগ্য পরিবর্তন করায় ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য প্রতিকূলতার মাঝেও একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন তার মৃত্যুর পর এটা নিয়ে অনেক অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু স্বাধীনতার মাত্র ১০ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারতো বলে আমি বিশ্বাস করি। আমাদের জাতির পিতা কে নির্মমভাবে হত্যার পর ঠিক পাকিস্তানি কায়দায় যেভাবে আইয়ুব খান ক্ষমতা দখল করেছিল সেই থেকে শুরু করে নিজেকে রাষ্ট্র সংবিধান লঙ্ঘন করে সেনা মোতায়েন শুরু করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা এবং অবৈধভাবে অস্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখল। যার ফলে দেশের অগ্রযাত্রা ব্যবহার হয়। সরকার প্রধান বলে, আমরা ক্ষমতায় এসে সারা দেশে কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র করেছিলাম খালেদা জিয়া ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয় কারণ এসব কেন্দ্র থেকে যারা সেবা নিবে তারা নাকি সবাই নৌকা মার্কায় ভোট দিবে মানুষের কথা তারা চিন্তা করেনি তাদের চিন্তা ছিল ভোটের ভোটের চিন্তা করতে গিয়ে মানুষের সেবা থেকে তারা বিচিত্র হয়ে যায় এর ফলে ২০০৮ সালে জনির্বাচনে মাত্র ২৯ সিট পেয়েছিল জোট বাকি সিটগুলো আমরা পাই এবং সরকার গঠন করি। আজকে আমরা দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।