নাজমুল আলম মুন্না, সাতক্ষীরাঃ সাতক্ষীরার আশাশুনি বাজারে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং রূপান্তরের সার্বিক সহযোগীতায় আশাশুনি বাজার বণিক সমিতির আয়োজনে আশাশুনি বাজারে “পরিচ্ছন্নতা অভিযান” কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- এস এম ইয়াহিয়া ইকবাল, সহ-সভাপতি- তুলসী চন্দ্র পাল, উপদেষ্টা- স্বপন বিশ্বাস ও অন্যান্য প্রতিনিধিবৃন্দসহ আশাশুনি বাজার ব্যবসায়ীবৃন্দ ও ক্রেতা সাধারণ। আরো উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর প্রতিনিধিগণ এবং রূপান্তর এর ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রোগ্রামের সাতক্ষীরা শাখার কর্মকর্তাবৃন্দ। বণিক সমিতির সভাপতি পরিচ্চন্ন কর্মসূচীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন আশাশুনি বাজার ও বাজারের আশেপাশের নদ্রমা, মাঠ ও বাজারের পরিত্যাক্ত ডাস্টবিন পরিস্কার করার পাশাপাশি উক্ত ডাস্টবিনটি পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয় এবং পাশাপাশি বাজার ও বাজারের আশাপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব প্রচার, গণ-প্রতিশ্রুতি লিপিবদ্ধ করা হয়। এছাড়া আশাশুনি বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ বাজারের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বাজারের সকল ব্যবসায়ীর সহযোগীতা কামনা করেন এবং আশাশুনি বাজার বণিক সমিতির ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দের আশ্বাসের প্রেক্ষিতে মাসিক নিদ্রিষ্ট ফি ধার্যের মাধ্যমে ময়লা আবর্জনা পচনশীল ও অপচনশীল ২ টি ভাগে আলাদা করে নিয়মিত বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.