নওগাঁর আত্রাই থানার ৫নং বিশা ইউনিয়নের উদয়পুর এলাকায় আত্রাই- সিংড়া পাকা রাস্তার বিবাদীর বাড়ির সামনে নামক স্থানে ভূমি দস্যু ও সন্ত্রাসী মোঃ আনোয়ার হোসেনের নিদ্দেশে কামাল মন্ডল পিতা অবির মন্ডল,আলমগীর পিতা মোঃ আনোয়ার হোসেন,অবির মন্ডল পিতামৃত পঁচাই মন্ডল সব্ব সাং উদয়পুর, আত্রাই, নওগাঁ উল্লেখিত ব্যক্তিগন মোঃ ফারুক হোসেনকে হত্যার উদ্দেশে হামলাকারী ও মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (৩ মে ) দুপুরে বিশা ইউনিয়নে উদয়পুর আত্রাই- সিংড়া পাকা রাস্তায় সমবেত হয়ে এলাকাবাসীর অংশ গ্রহনে এ মানববন্ধন কমসূচি পালিত হয়।
বক্তারা বলেন, আলোচিত হামলাকারীদের নামে মামলা হওয়ার পরেও তারা পুলিশের সামনে দিয়ে চলাফেরা করছে পুলিশ তাদের গ্রেফতার করছে না। আসামিরা মামলা হওয়া হওয়ার পর থেকে উল্টো আমাদের বাড়িতে এবং রাস্তাঘাটে আমাদের পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে বেড়াচ্ছে, এতে আমরা আতঙ্কে আছি। সন্ত্রাসীরা যে কোন সময় আমাদের প্রাণে মেরে ফেলবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্ঠার দৃষ্টি আকষণ করছি তিনি যেন বিষয়টি আমলে এনেদ্রুত গ্রেফতার করার নিদেশ দেন। উল্লেখ্যঃ গত ২০ এপ্রিল বেলা ১২-৩০টার দিকে মোঃ ফারুক হোসেনকে হত্যা করার চেষ্টা করে কিন্তু স্থানীয়দের সহযোগিতায় তাকেউদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা হাসপাতালে ভতি করা হয় পরে হাসপাতালের চিকিৎসকের পরামশে রাজশাহী হাসপাতালে উন্নত চিকিৎসারজন্য পাঠানো হয় । এখনও সেখানে চিকিসা চলছে এবং হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবিষয়ে আসামী মোঃ আনোয়ার হোসেন সহ ৪ জনের নামে একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়। এখন পযন্ত কোন আসামী গ্রেফতার হয় নি।
প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
ক্যামেরায়ঃ শিপ্রা রানী