ইটনা উপজেলার আলামিনের উপর হামলা চালায় হায়দার অালী খুন করার উদ্দেশে আলামিনের উপর হামলা চালায় ও ইটনা থানায় অভিযোগ হায়দার আলীর সকল আসামীর বিরুদ্ধে তথ্য সুএে আলামিন ঘটনার বিষয়ে বলেন গত ৮ জুন ২০২৫ ইং রবিবার কিশোরগন্জ জেলা ইটনা উপজেলা সদর ইউনিয়নের পৃর্বগ্রাম দারিগাপুর গ্রামের মৃত রব মিয়ার ছেলে আলামিন ও আলামিনের মা চম্পা বেগমের উপর হামলা চালায় অামার চাচা হায়দার আলী লোকজন নিয়ে আলামিনের বসত ঘড়ে ঢুকে খুন করার উদ্দেশ্যে আমাকে ও আমার মা কে আহত করেছেন হায়দার আলী মিয়া পৃর্ব শএুতার জেরে এ হামলা চালায় হায়দার আলী হামলা চালিয়ে আলামিনের মাথার মর্ধে গুরুতর রক্তাত জখম করে আঘাত করেছে ও আলামিনের মা চম্পা বেগম কে আহত করেছেন। স্হানীয় এলাকানাসীর লোকজন ঘটনা স্হানে এসে আলামিন ও আলামিনের মা চম্পা বেগম ইটনা হসপিটালে ভর্তি আছেন এবং আলামিন কে ইটনা হসপিটাল থেকে কর্তবরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রেফার্ট করেন কিশোরগন্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে জখমি আলামিন মিয়া অবস্থা এখনও আসংখা জনক রহিয়াছে। আলামিন বাদী হয়ে ইটনা থানায় অভিযোগ দায়ের করে হামলাকারী হায়দার অালী সকল আসামীর বিরুদ্ধে। হায়দার আলী সহ সকল অাসামীদের কে দ্রত গ্রেফতারের দাবী জানান জখমি আলামিনের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল থেকে হামলার বিষয়ে ভিডিও সাক্ষাৎ কারে বিস্তারিত