গাজীপুর ৩০ এপ্রিল কয়েকদিন আগে ঘটে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল হায়দারাবাদ এলাকায় মোঃ রইজ উদ্দিন নামে এক ইমামের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়েছে ঘুমের ওষুধ খাইয়ে মাদ্রাসার ছাত্রদের বলৎকার করা হতো, এই মিথ্যা অভিযোগ এনে একদল ব্যক্তি মোঃ রইজ উদ্দিনকে বেধড়ক মারধর করে এবং পরবর্তীতে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় মোঃ রইজ উদ্দিন মৃত্যুবরণ করেন।ঘটনার প্রেক্ষিতে আজ বুধবার টঙ্গীর চেরাগ আলী প্রেস ক্লাবে সুফিবাদ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।বক্তারা আরও বলেন, এ ধরনের পরিকল্পিত ও মিথ্যা অভিযোগের মাধ্যমে একজন নিরীহ ধর্মীয় ব্যক্তিত্বের জীবন কেড়ে নেওয়া যেমন নিন্দনীয়, তেমনি এটি সামগ্রিক ধর্মীয় ও সামাজিক পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে।এ সময় তারা প্রশাসনের কাছে দাবি জানান, যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং রইজ উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক//