দল ৭টি। কিন্তু লড়াইয়ের লক্ষ্য এক, বিপিএলের চ্যাম্পিয়ন। সেই লক্ষ্যে প্রতিটি দল ইতোমধ্যে ন্যূনতম ১টি করে ম্যাচ খেলেছে। যেখানে ৪টি দল জয় পেয়েছে ও ৩টি জয় দিয়ে শুরু করতে ব্যর্থ হয়েছে। এক নজরে তাদের অবস্থান দেখে নেওয়া যাক
এ পর্যন্ত ১টি করে জয় নিয়ে একে খুলনা টাইগার্স, দুইয়ে ফরচুন বরিশাল, তিনে দুর্দান্ত ঢাকা ও চারে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ৪ দলেরই পয়েন্ট ২ করে। কিন্তু রানরেটের পার্থক্যের কারণে তালিকার ওপরে বা নিচে অবস্থান করছে দলগুলো। এ দিকে ৩টি দল এখনও জয়ের দেখা পায়নি। সেগুলো হলো- পাঁচে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ছয়ে থাকা রংপুর রাইডার্স ও সাতে থাকা সিলেট স্ট্রাইকার্স