লেখক: এম এ সাকিব খন্দকার।
আবার ফিরে পেলাম শবে বরাতের রাত,
যে রাতটা আশার আলো দেয় হৃদয়ে সজীব,
এম এ সাকিব খন্দকার, আওয়াজ এলো দেহ থেকে,
আল্লাহর রহমতের মিছালে আবার সিক্ত হলো মন।
শবে বরাত, তুমিই তো পবিত্র রাত,
যে রাত আল্লাহ আমাদের ক্ষমা করেন,
যে রাতে মুমিনের হৃদয় হয় শান্ত,
দূর হয় সব পাপ, ভেসে যায় সুখ-দুঃখ।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পথে,
আমরা ছুটে চলি, অঙ্গীকারে অটুট,
মাহে রমজানের সেহরী, তাহাজ্জুদ, দুআ,
শবে বরাত যেন সেই প্রেরণার আলোকশিখা।
এ রাতেই তো তাওবা হয় কবুল,
তুমিই তো সেই রাত, যেখানে গুনাহ মাফ,
প্রভুর দরবারে মাথা নত করে,
শুদ্ধতার পথে এক নতুন সূচনা।
রহমতের আকাশ থেকে ঝরে পড়ুক বরকত,
অমীয় দৃষ্টিতে আল্লাহ আমাদের আশ্রয় দেয়,
এম এ সাকিব খন্দকার, দোয়া করি প্রতি রাতে,
আমাদের হৃদয়ে সচ্চরিত্র, প্রেম আর দয়ার চিহ্ন ছড়িয়ে যায়।
শবে বরাতের রাতে, আবার ফিরে পেলাম,
আল্লাহর রহমত, দয়ার ভালোবাসা,
এ রাতে মনে মনে চাই, শুধু একটি প্রার্থনা—
যেন পৃথিবী হোক শান্তি, হোক সবার দিশা সোজা।
আল্লাহ, তোমার রহমতের চাঁদে আলো ছড়িয়ে,
নির্জন রাতটিও হয়ে উঠুক আলোকিত,
শবে বরাত, তুমি আস, আবার ফিরে এসো,
এম এ সাকিব খন্দকারের অন্তরে থাকো, তুমি মোর আশ্রয়।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.