স্টাফ রিপোর্টার মোঃ বদরুজ্জামান।
----------------------------------------------
ডেক্স রিপোর্টঃ
কলারোয়া উপজেলা পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। তার আগে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাঁশ ভবনের সামনে থেকে একটি বিশাল রেলি মিছিল বের হয়। দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি এই স্লোগান দিতে দিতে যশোর সাতক্ষীরা মহাসড়ক হয়ে কলারোয়া পাইলট হাই স্কুলের সামনে দিয়ে মিছিলটি বাজারের ভেতর দিয়ে ঢুকে পরে সেখান থেকে মিছিলটি কলারোয়া পৌরসভার সামনে এসে থামে। এ সময় কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক খুলনা বিভাগের কৃতি সন্তান তালা কলারোয়া থেকে নির্বাচিত সাবেক এমপি জননন্দিতা জনাব মোঃ হাবিবুর ইসলাম হাবিব বক্তব্য রাখেন। তিনি বলেন সমগ্র বাংলাদেশ ১৭ বছর দুঃশাসনের বিরুদ্ধে। ছাত্র জনতা খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমার আন্দোলন করেছি। স্বৈরাচারী শেখ হাসিনা মনে করেছিলো সারা জীবন ক্ষমতায় থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হামলা মামলা দিয়ে জেলখানায় আটকে রেখে বিভিন্ন রকম নির্যাতন দিয়ে তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করছিলো।কিন্তু সেই হাসিনা ৫ ই আগস্ট চোরের মত চুরি করে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।হাবিবুল ইসলাম হাবিব বলেন আজকে খালেদা জিয়া সকল কেস থেকে মুক্তি পেয়েছে। এবং খালেদা জিয়া নির্বাচন করবে। তিনি আরো বলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধেও দীর্ঘ ১৫ বচ্ছর মিথ্যা কেস দিয়ে হয়রানি করা হয়েছে। আমার নামেও মিথ্যা মামলা দিয়ে ৭০ বছর জেল দেয়া হয়েছে। এ ছাড়া কলারোয়া আরো ৫০ জনের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। তিনি বলেন আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি বলে আখ্যায়িত করেন। আজ তার পতন হয়েছে। আজ বাংলার মানুষ মুক্ত। বাংলার মানুষ এখন শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারে। রাস্তাঘাটে চায়ের দোকানপাটে বাংলার মানুষ শান্তিতে তাদের মনের কথা বলতে পারে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.