ইনফো টিভি ডেক্স //
গাজীপুরের টঙ্গী সেন্টার টংগা আচ্যারী স্টেডিযাম
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের মন্ত্রণালয়ের অধীনে ৫৫ টি ফেডারেশন রয়েছে।সকলের অর্জনের পরিমাণ সমান নয়। আমরা কিছু কিছু ফেডারেশন কে চিহ্নিত করেছি যারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্মান বয়ে এনেছেন। তার মধ্যে আরচারি ফেডারেশন অন্যতম।পুরুষ আরচারদের পাশাপাশি নারী আর্চারদের অংশগ্রহণে বিষয়টি আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমাদের যেসকল খেলাধুলা সম্মান অর্জনের সুযোগ রয়েছে তার পৃষ্ঠপোষকতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বাংলাদেশের নারীরা ক্রীড়াঙ্গনে নয় অন্যান্য সকল বিভাগে নারীরা নাম উজ্জ্বল করে চলেছেন।শনিবার বিকেলে কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে(আরচারী ট্রেনিং সেন্টার) এসব কথা বলেন তিনি।উপদেষ্টা আরো বলেন, তৈরি পোশাক শিল্প নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ১১ জন নারী শহীদ ও সহস্রাব্বিক আহত নারী রয়েছেন। জুলাইয়ে শত মায়ের ত্যাগ রয়েছে।নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নানা কাজে অংশগ্রহণ করে যাচ্ছেন। আরচ্যারী ফেডারেশনে নারীরা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকাকে তুলে ধরবেন।অনুষ্ঠান শেষে টেলিফোন শিল্প সংস্থার মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম নির্মাণে জমি অধিগ্রণহ বা ভাড়া প্রদান বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এ বিষয়ে টেলিফোন শিল্প সংস্থার একটি প্রস্তাবনা পেয়েছি। দ্রুতই বিষয়টি সমাধান করা হবে। আরচ্যারী ফাউন্ডেশনের বিশেষ আয়োজনে ৮১ জন নারী আরচ্যার অংশ নেন। টঙ্গীর আরচ্যার প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ক্যাটাগরিতে ১২টি দলের একক ধাপের খেলা পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব রেজাউল মকসুদ জাহেদী,জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল প্রমূখ।আরচ্যারী ফাইনাল টুনামেন্টে চ্যাম্পিয়ান হয়েছেন বাংলাদেশ পুলিশ আরচারী ক্লাবের ইতি খাতুন,টুর্নামেন্টে ফাস্ট রানাসআপ হয়েছেন বিকেএসবি সোনালী রায়।খেলা শেষে বিজয়ীদের প্রধান অতিথি বিজয়ীদের হাতে স্বর্ণ ও ব্রঞ্চের পদক তুলে দেন।