ষ্টাফ রিপোর্টার।
কিশোরগঞ্জ সদরের ৭০ বছর বয়সী বিধবা সুফিয়ার গ্যাস সংযোগ টি কৌশলে সরুফা বানিয়ে দিল তিতাস গ্যাস জোবিঅ এর কিশোরগঞ্জের কিছু অসাধু কর্মচারী সিন্ডিকেট।
জানাগেছে , অসুস্হতার সুযোগে গত বছর মোছাঃ সুফিয়া আক্তার নাম্নী গ্রাহক সংকেত নম্বর ১৭৭ ৮১২৭ বিপরীতে মোটা টাকার উৎকোচের বিনিময়ে জাল কাগজপএ সৃজন করে সরুফা নামটি অন্তর্ভুক্ত করেন । যার ফলে ভূক্তভোগী মোছাঃ সুফিয়া আক্তার সুফিয়ার জোবিঅ কিশোরগঞ্জের ম্যানেজার গত ১৬/০৯/২০১৫ ইং গ্যাস সংযোগ প্রদান করেন। ২৯/০৫/২৪ ইং জোবিঅ ব্যবস্হাপক বরাবরে ৫ ম বার অভিযোগ দাখিল করেছেন। এতে উল্লেখ করেন যে সংযোগটি প্রতারণা পূর্বক ভাবে অন্যের নাম হস্তান্তর করার প্রতিবাদ সহ গ্যাস জোবিঅ এর আরিফ, ইন্জিনিয়ার বাছির, জব্বার ( বদলিকৃত) এদের দুর্নীতি র প্রতিকার চেয়ে বিভাগীয় তদন্তের দাবী জানান। কিন্তু বর্তমান ব্যবস্হাপক কায়সার আলম বিষয়টি দেখবেন বললে ও কোন ব্যবস্হা নেন নি। টাকার বিনিময়ে অন্যের নামে হস্তান্তরের বিষয়টি সম্পর্কে বলেন গ্যাস অফিস দুর্নীতিমুক্ত কেউ টাকা নিয়ে থাকলে ব্যবস্হা নেয়া হবে। ব্যবস্হাপকের এ ধরনের দায়িত্ব হীন বক্তব্যে এ প্রতিনিধি সরেজমিনে অনুসন্ধানে গিয়ে উক্ত সরুপা নামীয় গ্রাহক নিজে গ্যাস ব্যবহার করেন না বলে প্রমান পান। অন্য এক পরিবারকে দখল ঠিক রাখার শর্তে গ্যাস লাইনটি ব্যবহারে দিয়েছেন বলে জানা গেছে। বয়োবৃদ্ধ বিধবা নারী সুফিয়া বর্তমানে করিমগন্জ থানার অধীনে জালালাবাদ গ্রামে ছোট মেয়ে অজুফা আক্তারের বাড়ী তে অবস্হান কালীন ৪/৫ বার ৫ কিমি রাস্তা অতিক্রম করে গ্যাস জোবিঅ কিশোরগঞ্জের লোক জন এর সংগে যোগাযোগ করে লাইন ফেরত পাওয়ার জন্য ধর্ণা দিয়েও কোন সুরাহা হচ্ছে না। আার এ অপকর্মের মূল হোতা বিষয়ে ইতিপূর্বে অভিযোগ হলেও কোন ব্যবস্হা নেন নি কর্তৃপক্ষ। অন্যের নামে হস্তান্তর করে টাকা কামাই করা গ্যাস সংশ্লিষ্ট কর্মচারী আরিফ, বাছির, জব্বার এর মামুলী ব্যাপার। এ প্রক্রিয়ায় বহু টাকা কামিয়ে আসছেন বলে ইতিপূর্বে ও গ্রাহক দেরও অভিযোগ ছিল। কিন্তু ময়মনসিংহের উপ মহাব্যবস্হাপক এ বিষয়ে সংযুক্ত থাকায় কোন প্রতিকার পাওয়া যায় নি। । এব্যাপারে ভুক্তভোগী মহিলা গ্যাস সংযোগ পরিবর্তনের জন্য ব্যবস্হাপনা পরিচালক অথবা চেয়ারম্যান এর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.