কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
নব যোগদান কৃত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সভাপতিত্বে কিশোরগঞ স্হানীয় সাংবাদিকদের সংগে মতবিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মোঃ আল আমীন হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসনও অর্থ ) মোঃ মোস্তাক সরকার।
সভায় কিশোরগঞ্জ জেলা সদরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক রা উপস্থিত ছিলেন।
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন একে নাসিম খান, সাইফুল মালেক চৌধুরী ,শফিকুল ইসলাম ফকির মতি, মাযহার মান্না, আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান সোহেল, শাহ মোঃ সারওয়ার জাহান, মনোয়ার হোসেন রনি,মোঃ আল আমীন, শহীদুল ইসলাম পলাশ ও অন্যান্য সাংবাদিক বৃন্দ।
পুলিশ সুপার প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের বক্তব্যে সমস্যা সম্ভাবনা নিয়ে বিস্তারিত তূলে ধরেন। তিনি ট্রাফিকিং, বিট পুলিশিং, সুরক্ষা নিয়ে আলোকপাত করেন। উপস্থিত সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের উওর দেন এবং ব্যবস্হা গ্রহনের আশ্বাস দেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.