রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার হত্যাসহ বিভিন্ন মামলার আসামি জেড এম সম্রাটকে গ্রেফতার করেছে র্যাব।
কুষ্টিয়া র্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার বিকেল পৌনে ৫টার দিকে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়ার বিভিন্ন মামলার আসামি জেড এম সম্রাটকে গাজীপুর জেলার বাসন থানার ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সম্রাট কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে।
তার বিরুদ্ধে কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় হত্যা, অস্ত্র, মাদক, মারামারি, চাঁদাবাজির মামলাসহ ১১টি মামলা চলমান রয়েছে।
এছাড়া সর্বশেষ কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানায় দায়েরকৃত দু'টি হত্যা মামলার এজহার নামীয় আসামি হিসেবে পলাতক ছিলেন। বর্তমানে সম্রাট র্যাব কুষ্টিয়ার হেফাজতে আছেন।
স্থানীয়রা জানায়, জেড এম সম্রাট দীর্ঘ দিন ধরে জেলার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি একাধিকবার র্যাব ও পুলিশের কাছে আটক হওয়ার পরেও স্থানীয় এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং তার ভাই সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার আস্থাভাজন হওয়ায় সহজেই ছাড়া পেয়ে যেতেন। সম্রাটের মা কুষ্টিয়া পৌর সভার ১ নম্বর ওয়াডের (সংরক্ষিত মহিলা) সাবেক কাউন্সিলর।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.