শাহিন হোসেন টিটু,গাজীপুর
কেজিডিসিএল এর ভাইভা পরীক্ষা বার বার বাতিল ও বিভিন্ন প্রকার প্রলঞ্জনা নোটিশে চাকরি প্রত্যাশীরা হতাশ | ২২-১০-২৪ ইং তারিখে তাদের মানববন্ধনে এসব কথা জানিয়েছেন স্থান গাজীপুর ডুয়েট এরিয়া। ২৯/১২/২০২২ এবং পূন:বিজ্ঞপ্তি স্মরক নং- ২৮.১৫.০০০০.২০৮.০৪.০০৩.২৩-১৬৯৪ তারিখ: ২০/০৮/২০২৩ পেট্রোবাংলার অধিনস্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর রাজস্ব খাতভুক্ত ১২তম ও ১৪তম গ্রেডভুক্ত বিভিন্ন পদের স্থগিত ভাইভা পরীক্ষা ও নিয়োগ এর জন্য বারবার পরীক্ষা বাতিল ও পরীক্ষা গ্রহণের নোটিশ তাদের ওয়েবসাইটে আপলোড করে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর কর্মচারী সংকট নিরসনে ২০২২ সালের ২৯ ডিসেম্বর এবং পুন:নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সালের ২০ আগস্ট কেজিডিসিএল এর মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে ১৭ ক্যাটাগরির মধ্যে ১৬ ক্যাটাগরির মৌখিক পরীক্ষা সম্পন্ন করেছেন, শুধু একটি ক্যাটাগরি তথা প্ল্যান্ট অপারেটর পদের ২১ ও ২২ জুলাই এর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং মৌখিক পরীক্ষা স্থগিত হওয়ার প্রায় ৩ মাস হয়ে গেলেও, ১ম বার মৌখিক পরীক্ষার তারিখ স্থগিত করার পর পূর্বের মতোই পরবর্তীতে বারবার মৌখিক পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত মৌখিক পরীক্ষার নোটিশ প্রদানের তারিখ: ১৮/০৭/২০২৪, ১৮/১০/২০২৪, এবং ২০/১০/২০২৪ ইং এভাবে বারবার পরীক্ষার তারিখ পরিবর্তন করে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। যা সকল চাকুরি প্রত্যাশীদের জন্য খুবই হতাশাজনক। ইতিপূর্বে চাকরি প্রত্যাশীরা কেজিডিসিএল এ স্মারকলিপি প্রদান করা হলেও কর্তৃপক্ষের নিকট থেকে কোনরকম প্রতিকার ও প্রতিয়মান হয়নি।
এমতাবস্থায় ভাইভারকৃত চাকরী প্রত্যাশীরা পেট্রোবাংলার অধিনস্ত কেজেডিসিএল কে আগামী ৭২ ঘন্টার মধ্যে সকল সমস্যার সমাধান করে মৌখিক পরীক্ষার তারিখ প্রদান করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আলটিমেটাম প্রদান করছে। যদি কোন কারণে কেজিডিসিএল উপরোক্ত সময়ের মধ্যে কার্যোপযোগী ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে সাধারণ শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবেন বলে জানিয়েছেন তাদের মানববন্ধনে।