কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা বলেছেন, কোরআন শিক্ষা গ্রহণ করে মেনে চলার মাধ্যমেই আমাদের মুক্তি মেলবে। অন্যথায় মুক্তির কোনো পথ নাই। সকল মুসলিমের কর্তব্য কোরআন ও ইসলামের পথে জীবন পরিচালনা করা।বুধবার (২০ নভেম্বর) রাতে সিংড়া তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিলের আলোচনায় সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।এসময় নূরানী শিক্ষার তাৎপর্যতা নিয়ে আলোচনা করেন তিনি।দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন শাইখুল হাদিস মাওলানা শামসুল আলম (পীর সাহেব মলামগাড়ী), এছাড়াও ইসলামিক আলোচনা করেন মাওলানা ওমর ফারুক, মুফতি জাকারিয়া মাসউদ, মাওলানা আতিকুর রহমান সাদী, অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ ওমর ফারুকসহ দেশবরেণ্য আলেমগণ। এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম মোল্লা, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল ওয়াদুদ মোল্লা, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সভাপতি গোলাম সারোয়ার। সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহারব উপস্থাপনা করেন হাফেজ আল-আমিন।