নাজমুল আলম মুন্নাঃ "সুশাসনের জন্য নাগরিক"
সুজনের গঠনতন্ত্রের ৭ ধারা অমান্য ও লংঘন করে একতরফাভাবে সুজনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি সুভাষ সরকার ও সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত রেজাউল ইসলামকে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে সুজনের সাতক্ষীরা সদর উপজেলা উপজেলা কমিটি ঘোষণা করে গত ২৪ নভেম্বর স্থানীয় পত্র পত্রিকায় প্রচার করে। অথচ এই কমিটির সভাপতি ছিল লিলি জেজমিন ও সাধারণ সম্পাদক ছিল রোকনুজ্জামান। নতুন করে অনুমোদিত এই কমিটি গঠনের পূর্বে
সাতক্ষীরা জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দের মতামত বা সাক্ষর নেওয়া হয়নি। যারফলে সুজনের জেলা কমিটির উপদেস্টা কমিটি হতাশ। সে কারণে এই কমিটির বৈধতা নেই বলে মনে করেন। গঠনতন্ত্র অমান্য করে নতুন কমিটির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবি জানানো হয় আবেদনে। একারনে সাতক্ষীরা সদর উপজেলা সুজনের প্রকৃত কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সাঈদ বাদী হয়ে সুজনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার ও সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম গঠণতন্ত্র বিরোধী সীদ্ধান্তে ব্যবস্থা গ্রহনের জন্য ২৬ নভেম্বর এডভোকেট মিজানুর রহমান বাপ্পির মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। যাহার রেজিস্ট্রেসন নং ৬৫৬, ৬৫৭। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার কথা বলা হয়। ব্যার্থতায় সুজনের জেলা কমিটির সভাপতি সুভাষ সরকার ও সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলামকে ফৌজদারী ও দেওয়ানি আদালতে মানহানি মামলা করা হবে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.