মোঃ শাহজালাল দেওয়ান। ১৬ই ডিসেম্বর, ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের গাছা খাইলকুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এ মজিদ স্কুল অ্যান্ড কলেজে স্থায়ী ভবনের শুভ উদ্বোধন, দুই দিনব্যাপী বিজয় রেলি, কনসার্ট ও মেলার আয়োজন করা হয়। বিজয়ের দ্বিতীয় দিন ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের সাবেক বিএনপি সভাপতি ও সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। সভায় সভাপতিত্ব করেন এম এ মজিদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন গাছা থানা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ খান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মণ্ডল, গাজীপুর মহানগর ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এবং বিএনপি নেতা মহিউদ্দিন মাহিন, সাদিকুর রহমান টিপু, মুজাহিদুল ইসলাম ফয়সাল প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বিজয় দিবসের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধে জাতির সাহসী ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এম এ মজিদ স্কুল অ্যান্ড কলেজের অগ্রযাত্রা উল্লেখ করা হয়। অনুষ্ঠানটি বিজয়ের আনন্দ উদযাপনে এক নতুন মাত্রা যোগ করে। এম এ মজিদ স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ভবন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী সন্তান বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি নিজের জীবনকে বাজি রেখে দেশমাতৃকাকে হানাদার মুক্ত করেছিলেন। স্বাধীনতার পর অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে তিনি টঙ্গীকে শিল্প নগরী হিসেবে ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে টঙ্গীকে তিনি আজকের শিক্ষা নগরীতে রূপান্তরিত করেছেন। তার এই অসামান্য অবদান প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার তার বক্তব্যে বলেছেন গাছার মানুষ আমার অতি আপনজন। গাছা টঙ্গীর খুব কাছের একটি স্থান, যা সবসময় আমার হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। অতীতে যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন এবং মামলার কারণে জর্জরিত হয়েছেন, তারাই বিএনপির প্রকৃত সৈনিক। তাদের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে দল আজ এখানে দাঁড়িয়ে আছে।তবে এটাও স্পষ্ট করে বলতে চাই, নতুন কোনো নব্য বিএনপি নেতা, বিশেষ করে যারা আওয়ামী লীগ থেকে এখানে আসতে চায়, তাদের জন্য বিএনপির রাজনীতিতে কোনো স্থান নেই। বিএনপির রাজনীতি তাদের জন্য, যারা দলের প্রতি আন্তরিক, আদর্শবান এবং ত্যাগী। তিনি আরও বলেন,অতীতে আপনাদের পাশে ছিলাম, আজও আছি, এবং ভবিষ্যতেও থাকব। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, সব সময় আমাকে আপনারা পাশে পাবেন। গাছার মানুষ আমার আপনজন, তাদের সুখ-দুঃখে আমি সবসময় যুক্ত ছিলাম এবং থাকব। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমার প্রেরণা, যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।