মো: শাহজালাল দেওয়ান: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে মহাসড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সকালে ট্রাকটি নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে, এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে নিশ্চিত করেছে।
এ ঘটনার কারণে টঙ্গী ব্রিজ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প পথে চলাচলের জন্য সকল যাত্রী ও যানবাহন চালকদের অনুরোধ জানানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেটে জানিয়েছে, “টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করুন।”
দুর্ঘটনার পর পুরো এলাকায় যানজট ও যাত্রী দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।