গাজীপুরের শ্রীপুর উপজেলার তাতীসূতা গ্রামে বন বিভাগের জমি নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ হযরত আলী শেখ সহ দুই পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হযরত আলীর পরিবারের দাবি, পুলিশ কনস্টেবল অমরৃত বিশ্বাস দা দিয়ে কুপিয়ে তার হাতের কব্জি কেটে ফেলে। বর্তমানে হযরত আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের নিরাপত্তা নিশ্চিত করে। হযরত আলীর পরিবারের দাবি, বন বিভাগের জমিতে চাষাবাদে বাধা দিলে অমরৃত বিশ্বাস ও তার ভাই অমূল্য বিশ্বাস হামলা চালায়। এতে হযরত আলী ও তার পরিবারের কয়েকজন আহত হন।
অন্যদিকে, অমরৃত বিশ্বাসের পরিবারের সদস্য কবিতা জানান, তার দুই কাকা সকালে জমিতে কাজ করতে গেলে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা হয়। এতে অমরৃত ও তার ভাই এবং সঙ্গীতা গুরুতর আহত হন। তাদের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে সদর হাসপাতালে ভর্তি হলে সদর হাসপাতালে রেফার করেশ্রীপুর বিট কর্মকর্তা জানান, ২০১৪ সাল থেকে জমি নিয়ে মামলাবিবাদ চলছিল। ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় প্রফুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার মোফাজ্জল হোসেন