গাজীপুরে আইএফআইসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে আজ। ‘সবুজায়নে অঙ্গিকারে বৃক্ষরোপন দেশজুড়ে এবং বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গি’ এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে আইএফআইসি ব্যাংক পি.এল.সি। মাসব্যাপী এই কর্মসূচি ব্যাংকের ১ হাজার ৩০০ শাখা, উপশাখায় চলছে।
এই কর্মসূচির অংশ হিসেবে আইএফআইসি পি.এল.সি গাজীপুর মহানগরের বোর্ড বাজার শাখা গতকাল সোমবার নগরীর খাইলকুর বাদশা মিয়া অগ্রণি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। এতে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. মাকসুদুর রহমান মুন্সি, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. মিজানুর রহমান, ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মনিরুজ্জামান মনির, স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।