মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা থেকে ২৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
গ্রেফতাররা হলো- সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানা দেলোয়ার নগর থানার মৃত আব্বাস আলীর ছেলে মো. আলী আকবর (১৯)।
রবিবার (২৭ অক্টোবর) ভোরে পূবাইল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হুমায়ুন কবীর ও মো.রফিকুল ইসলাম মীরের বাজার চৌরাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পূবাইল থানা সূত্র জানায়,পূবাইল থানাধীন কামারগাঁও সাকিনস্থ মীরের বাজার চৌরাস্তা ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার উপর একটি মাছুম ক্লাসিক পরিবহনের বাস তল্লাশী করে বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম আমার সংবাদকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের বিদেশি মদ এই ব্যক্তির সহযোগিতায় পূবাইল এলাকাসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।
গ্রেপ্তার একজনের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।