গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার এক কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদ্দাম (৩০) ছয় বছর ধরে প্রকাশ্যে গাঁজা, ইয়া ও ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও প্রশাসনের নিরব ভূমিকা ও রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বারবার থেকে যাচ্ছেন ধরা-ছোঁয়ার বাইরে।সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিক ‘শিরোমণি’-র বিশেষ প্রতিনিধি মিনহাজ উদ্দিন সাদ্দামের মাদক কারবারের ওপর একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেন। ভিডিও প্রমাণসহ রিপোর্ট প্রকাশের পরপরই রাজনৈতিক প্রভাবশালীদের চাপ ও হুমকি আসতে থাকে। প্রতিবেদন ডিলেট না করায় সাদ্দামের লোকজন ও কিছু নামধারী রাজনৈতিক নেতার আক্রমণে মারাত্মকভাবে আহত হন সাংবাদিক মিনহাজ।এলাকাবাসীর অভিযোগ, সাদ্দাম শুধু একজন মাদক কারবারি নয়, বরং পুরো এলাকার যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। প্রশাসনের বারবার উদ্যোগ নিয়েও মূল গডফাদারদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের একটাই দাবি—এই মাদক লিডারকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
নিজস্ব প্রতিবেদক //
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.