গাজীপুরের কোনাবাড়ীতে সাংবাদিকদের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকালে কোনাবাড়ী এলাকার কাচ্চি বাড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তারা সুন্দর সমাজ গঠনে সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত ভূমিকা নিয়ে কথা বলেন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার বলেন, "দেশ ও জাতির প্রয়োজনে বিএনপি সব সময় সাংবাদিক ও প্রশাসনের পাশে থাকবে। রাজনীতি, সাংবাদিকতা ও প্রশাসন-এই তিনটি শক্তি এক হয়ে কাজ করলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।"
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, "জনসেবার লক্ষ্যে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। সাংবাদিকরা পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।" সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, "সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে অবদান রেখে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু ভুয়া সাংবাদিক ও অনির্ভরযোগ্য অনলাইন পোর্টাল এই পেশাকে কলুষিত করছে। একটি স্মার্টফোন হাতে নিয়েই কেউ কেউ সাংবাদিকতার নামে অপকর্মে জড়িয়ে পড়ছে, এতে মূলধারার সাংবাদিক সমাজ হেয়প্রতিপন্ন হচ্ছে। "তারা আরও বলেন, "সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও পেশাদার ক্ষেত্র, এখানে শৃঙ্খলা ও নীতিমালার প্রয়োজন রয়েছে। ভুয়া সাংবাদিকদের প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক দল ও মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা দরকার।"
সভায় আরো বক্তব্য রাখেন- কোনাবাড়ী থানা বিএনপি'র সভাপতি মোঃ ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাবুল, দৈনিক জনকণ্ঠ পত্রিকা গাজীপুর প্রতিনিধি ও গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ টিটু, এটিএন বাংলার ও এটিএন নিউজের গাজীপুর স্টাফ রির্পোটার মোঃ মাজহারুল ইসলাম মাসুম, দৈনিক ইত্তেফাক পত্রিকার গাজীপুর প্রতিনিধি মুজিবর রহমান, বৈশাখী টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক দিনকাল পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের গাজীপুর স্টাফ রির্পোটার মোঃ রফিকুল ইসলাম, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা। গাজীপুরে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.