রবিবার, ১৩ আগস্ট ২০২৩
গাজীপুর মহানগর
সদ্য প্রয়াত সাংবাদিক ও গাজীপুর জেলা প্রেসক্লাবের
সভাপতি আমজাদ হোসেন মুকুল
এর বিদেহী আত্মার মাগফেরাত
কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (১২আগষ্ট)
বাদ জোহর গাজীপুর গোষ্ঠ অফিস রোড হাবিবুল্লাহ স্বরনিতে
গাজীপুর জেলা প্রেসক্লাবের
সাংবাদিকদের আয়োজনে মিলাদ ও দোয়া হয়।
প্রয়াত সাংবাদিক আমজাদ হোসেন মুকুলের
রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। গাজীপুর জেলা প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক শাহিন আহাম্মদ, সিনিঃসহ-সভাপতি
আক্তার হোসেন দিপু, আলমগীর
কবীর, জাহিদ বকুল, সহ-সাধারণ
সম্পাদক মুসা খান রানাসহ প্রিন্ট
ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা বলেন, আমজান
হোসেন একজন ভালো মনের
মানুষ ছিলেন। তিনি সবসময়
সাংবাদিকদের খোঁজ খবর
মাহফিলের আয়োজন করা হয়।
মিধান ও দোয়া পরিচালনা করেন গাজীপুর মুন্সিপাড়া হাফিজিয়া মাদ্রাসার রাখতেন। আমজাদ হোসেন সদা হাসি-খুশি ও ভালো মনের মানুষ ছিলেন।
শিক্ষক খোরশেদ আলম নূরানী। এর আগে আমজাদ হোসেনের
মাগফিরাত কামনায় ১০জন হাফেজ নিয়ে কোরআন খতম করানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি
মুজিবুর রহমান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক
মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সজীব, আমিনুল
ইসলাম, দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজাহার
আমরা তার আত্মার শান্তি কামনা করি । সাংবাদিক আমজাদ হোসেন মুকুল
ডায়বেটিস সহ নানান রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক
একুশে সংবাদ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি সাংবাদিকতা শুরুপ
করে একাধারে ৩০ বছর এ পেশায় সক্রিয় ছিলেন। পেশাগত জীবনে
বিভিন্ন গনমাধ্যমে কাজ করেছেন। মৃত্যু কালে আমজাদ হোসেন মুকুল তার স্ত্রী এবং দুইটিপুত্র সন্তান রেখে গেছেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.