গাজীপুরে টঙ্গীতে শ্রাবনী আক্তার (১৮)নামে এক কলেজ ছাত্রীর
ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রোবার
দুপুরে এরশাদেশের ৮নং ব্লকে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার
করে থানায় নিয়ে যায়। শ্রাবনী এরশাদশের ৮নং ব্লকের লাল
চানের মেয়ে এবং গাজীপুর মহাদশার সরকারি মহিলা কলেজের
একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। এলাকাবাসী জানায়, শ্রাবকী
রোববার দুপুরে কোচিং শেষে তার সহাপার্টিদের সঙ্গে বৃষ্টিতে
ভিজে বাসায় এলে তার মা তাকে বকাবকি করে। এ সময় তিনি
মায়ের সঙ্গে অভিমান করে তার কক্ষে গিয়ে দরজা আটকে দেন।
অনেকক্ষণ যাবত কক্ষের দরজা না খোলায় তার মা দরজার
পাশে গিয়ে ডাকাডাকি করেন। এতে কেনো সাড়া না পেয়ে তিনি
ডাকচিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এসে
জানালার ফাঁক দিয়ে কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত
অবস্থায় শ্রাবনীকে দেখতে পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবরদেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে
থানায় নিয়ে যায়। এব্যাপারে infotvচ্যানেল থানায় যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব
থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন,
নিহতের লাশ ময়নাতদন্তে পরে স্বজনদের
কাছে হস্তান্তর করা হবে । থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.