infotvbd.com
টঙ্গীতে কাউন্সিলরের ছত্রছায়ায়
মারধর করে গুরুতর আহত করেন এবং তার স্বর্ণালঙ্কার ও টাকা
পয়সা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে
চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় জানান সম্রাট বর্তমান
নবনির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেলের একনিষ্ঠ কর্মী
সে এলাকায় জুট ব্যবসা নিয়ন্ত্রণ করে, এলাকায় তার বিশাল
ক্যাডার বাহিনী রয়েছে। এ বিষয়ে সম্রাট সাহা বলেন, ওই
নারীর সাথে আমার দীর্ঘদিনের পরিচিত আমার ছোট ভাইয়ের
সাথে বাকবিতণ্ডা হয়েছিল। এই মহিলার খুবই খারাপ সে,
ইতিপূর্বে অনেকের সংসার নষ্ট করেছে, আমি কাউন্সিলর খালেদ
রাসেলের লোক এলাকায় গার্মেন্টস এর ব্যবসা করে থাকি।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মনির হোসেন বলেন,
এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী
নারী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.