infotvbd.com
গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচিত
মেয়র হিসেবে জায়েদা খাতুন আজ সোমবার
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় নগর ভবনে তাকে স্বাগত
জানাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে
নগরভবনের দক্ষিণে রথখোলা এলাকায় বঙ্গতাজ
অডিটরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত
জানানো হবে দেশের ইতিহাসে দ্বিতীয় নারী মেয়র
এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নারী
মেয়রকে।
অপরদিকে গতকাল রবিবার ছিল ভারপ্রাপ্ত মেয়র
আসাদুর রহমান কিরনের শেষ কর্ম দিবস। এদিন
সিটি করপোরেশনের সভাকক্ষে কাউন্সিলরদের
মাসিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে কোরামের কারনে সভাটি সকাল দশটায় হওয়ার কথা থাকলে ও পরে আগস্টিকভাবে দুপুর দুইটা হতে তিনটার মধ্যে সভাটি শেষ করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরম।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.