১০/০৮/২০২৩ তারিখ রাত ১২.২৫ ঘটিকায় দক্ষিণ আরিচপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম এর উত্তর পূর্ব কর্নারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাকা রাস্তার ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তাৎক্ষনিকভাবে ডাকাত দলের ০৪ সদস্য ১. মোঃ মিলু (২৩),২. ইয়ামিন ইসলাম (২০), ৩. মেহেদী হাসান জুম্মন (২০), ৪. মোঃ আরিফুল (২০), নামে তাদেরকে গ্রেফতার কর হয় ।
আসামীদের দখল হইতে ৪ টি চাকু উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ১৪, তারিখ-১০/০৮/২০২৩, ধারা- ৩৯৯/৪০২পেনাল কোড রুজু করা হয়।