গাজীপুর মহানগরকে নিরাপদ হিসেবে গড়ে
আশা প্রকাশ করেছেন সিটি
করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
তিনি সুন্দর নগর গড়তে সবার সহযোগিতা কামনা করেছেন। গতকাল শনিবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গী পশ্চিম থানার কছিমউদ্দিন স্কুল
অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী
লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম
বলেন, তিনি ও তাঁর মা সিটি মেয়র জায়েদা খাতুন
প্রধানমন্ত্রীকে কথা দিয়েছেন, গাজীপুরের পাঁচটি
আসনই আওয়ামী লীগকে উপহার দেবেন। এ জন্য
আওয়ামী লীগের সব নেতাকর্মীকে
ঘরে ঘরে গিয়ে উন্নয়নের কথা পৌঁছে দেওয়ার
আহ্বান জানান। একই সঙ্গে কমিটি গঠনের
ত্যাগী নেতাদের গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন।
টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ
সম্পাদক রজব আলীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার
এম এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত
সভায় বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের
ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন। পরে
সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগের নানান সংগঠনের নেতাকর্মী
উপস্থিত ছিলেন।