মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌরসভাধীন বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ১৪টি পূজা মন্ডব পরিদর্শন শেষে পৌরসভার পক্ষ থেকে মন্দির কমিটির নিকট আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, ২০ ব্যাটালিয়ন বিজির টহলরত প্লাটুন কমান্ডার নায়েক সুবেদার শাজাহান সরকার।
পরিদর্শন শেষে ইউএনও সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশ হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোড়দারে সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সম্পাদকের নিকট উৎসব বিষয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.