নাটোরের সিংড়া উপজেলা প্রতিনিধি কাবিল উদ্দিন কাফি,র তথ্য ও প্রতিবেদনে বিস্তারিতঃ
চলনবিল বিধৌত নাটোরের সিংড়ায় আগাম আমন ধান সংগ্রহে ব্যাস্ত সময় পার করছে কৃষকেরা
সাধারণত অগ্রাহায়ন মাসে ধান কাটার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় আগাম ফলন পেয়েছে চলনবিল অঞ্চলের আমন চাষীরা।
বোপন সহ পরিচর্যা খরম কম হওয়ায় বর্তমান দামে খুশী কৃষক এদিকে কার্তিক মাসেই আমন ধান কাটা শুরু হওয়ায় শ্রমহীন থাকতে হচ্ছেনা এ অঞ্চলের শ্রমীকদের
আগাম আমন ধান পাওয়ায় ধান কাটার পরেই আগাম সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছে চলনবিল অঞ্চলের এসকল কৃষক
উপজেলার ডাহিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের কৃষক আয়েন উদ্দিন (৪০) বলেন, ধানের ফলন ভালো হয়েছে বর্তমান বাজারদরে মোটামুটি ভালোই ।এ বছর ৪০ বিঘা জমিতে আমন ধান বুনেছিলাম ৫বিঘা জমির ধান ঘরে তুলেছি বাকি ৩৫বিঘা জমির ধান ৫-৬ দিনের মধ্যে ঘরে তুলবো। আবার ধান কাটা শেষ হলেই সেই জমিতে আগাম জাতের সরিষা চাষ করার ও প্রস্তুতি নিচ্ছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, উপজেলার এ বছর ২৯ হাজার ২১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রোপা আমনের চাষ হয়েছে ২৩ হাজার ৬১০ হেক্টর আর বোনা আমন চাষ হয়েছে ৫ হাজার ৬০০ হেক্টর জমি। এছর ফলন আর দাম দুটোই ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন। আমন ধান কেটে ঘরে তোলা পর ওই জমিতে আগামী বোরো চাষের আগের সময়টায় অনেক কৃষক সরিষা সহ বিভিন্ন সবজি চাষ করবেন। কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে