চাটখিল উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সওদারগর পাড়া এলাকায় স্বামীর নির্যাতনে ফাতেমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে ফাতেমার পরিবার চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন। পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বানসা গ্রামের জমদ্দার বাড়ির সামছুল আলমের কন্যা ফাতেমা আক্তার এর সঙ্গে রাজমিস্ত্রি আব্দুর রহীমের (৩৩) বিয়ে হয়।এই দম্পতির সংসারে এক ছেলে এক মেয়ে আছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে ব্যাপক মারধর করে একপর্যায়ে ফাতেমার তলপেটে লাথি দিলে তার মৃত্যু হয় বলে দাবী করেন তার পরিবার।
ফাতেমা'র মাতা নূর জাহান বেগম বলেন, লাশের তলপেটে সিজারের সেলাই ফেটে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
অভিযুক্ত আব্দুর রহিম ও তার পরিবারের সদস্যরা নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, আত্মহত্যার উদ্দেশ্যে প্রথমে বিষপান করে ফাতেমা একই সময়ে তার স্বামীও বিষপান করে। পরে তাদের দুজনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমা'কে মৃত ঘোষণা করেনা। স্বামী আব্দুর রহিম চিকিৎসাধীন রয়েছেন বলে দাবী করেন তার পরিবার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.