চীন সরকারের অর্থায়নে বাংলাদেশে নির্মিতব্য ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্থাপনার যৌতিক দাবি উল্লেখ করে, হাটহাজারী উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সাধারণ জনগণের পক্ষে স্মারকলিপি প্রদান করেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ। ২৮ এপ্রিল সোমবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জমান কে উপজেলা কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারাভেজ ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন এর নেতৃত্ব। স্বারকলিপিতে বিভিন্ন দাবি ও প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুইটি ওয়ার্ড এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি জেলারসহ চট্টগ্রাম উত্তরে লক্ষ লক্ষ মানুষের হাতের কাছেই স্বাস্থ্য সেবা পৌঁছে যাবে। বিশেষ করে হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী বড় মাদ্রাসা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ভেটেনারি বিশ্ববিদ্যালয় সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। সেসবের সাথে জড়িত কয়েক লক্ষ মানুষ। যারা বিভিন্ন সময় চিকিৎসা নিতে চট্টগ্রামে শহরে যেতে হয় এবং যাওয়ার পথে সড়কে দীর্ঘ যানজটসহ দূরত্বের কারণে অনেক প্রাণ হারায়। এমনকি সুচিকিৎসা না পাওয়ার কারণে জীবনে সবার জীবনে বড় ধরনের প্রভাব পড়ে। তাই হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ জনসাধারণের সুবিধার্থে এবং চিকিৎসা জগতে অবহেলিত হাটহাজারী উপজেলার জনগণের চিকিৎসা সেবার মান উন্নয়নে এই হাসাপাতাল স্থাপন জরুরী মনে করে।এসময় সংগঠনের সহ সভাপতি জাহেদ মঞ্জু, নির্বাহী সদস্য শ্যামল নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, অর্থ সম্পাদক আবুল মনছুর, সহ সাংগঠনিক সম্পাদক আবু নোমান, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন মুহুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাইফ, প্রবাসী সদস্য মো. জামসেদ, সহযোগী সদস্য মো. মুরসালিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্মারকলিপি প্রদান কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা ফুটবল লীগের এডহক কমিটির সদস্য মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
আসলাম পারভেজ হাটহাজারী চট্টগ্রাম