মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় ৩০ বোতল ফেনসিডিলসহ নাইম হোসেন (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক নাইম হোসেন জীবননগর শাহাপুর উত্তরপাড়ার জামিন হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে দর্শনা বাসষ্ট্যান্ডস্থ মেসার্স হাকিম ভল্কানাইজিংয়ের সামনে হল্টমোড়গামী পাকারাস্তার ওপর হতে আসামি নাইমকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।মাদকবিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ) মো. তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) আবু আল ইমরান, এএসআই (নিঃ) মো. আরিফুল ইসলামসহ সঙ্গীফ ফোর্স অভিযানে অংশ নেয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।