০৫ আগস্ট ২০২৩, ২০:০৩
বিমানবন্দর থানাণ ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান শ্রাবণ।
বিমানবন্দর থানা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান
পূর্বশত্রুতার জেরে ধরে বাসার সামনে থেকে এক ছাত্রলীগ নেতাকে তুলে নেওয়ার চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। বিমানবন্দর থানা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান শ্রাবণের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রলীগ নেতার নাম সবুজ হোসেন (২৭)। তিনি বিমানবন্দর থানা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক। বর্তমানে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণখানে এ ঘটনা ঘটে। infotvbd কে বলেন, ‘ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ভাইয়ের সঙ্গে দেখা করে গত বৃহস্পতিবার রাত ১.৩০ মিনিটে দক্ষিণখান গাওয়াই কাজীবাড়ি আসি। আমার বাসায় ঢোকার আগে আমি প্রতিদিন যেভাবে আমার বাইকটি পাশের বাড়িতে যেভাবে রাখি। বাইকটা রেখে যখন বের হই, তখন আমি দেখতে পাই সাত–আটটা মোটরসাইকেল ও একটা প্রাইভেট কারে একটি দল আমাকে ঘেরাও করে ফেলে। একপর্যায়ে তারা আমাকে টানাটানি করে, পরে মাইর দূর শুরু করে । আমাকে মারতে মারতে গাড়িতে ওঠানোর চেষ্টা করলে আমি তখন গাড়িতে উঠিনি। পরে বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শ্রাবণ রিভলবার দিয়ে আমার কাঁধে আঘাত করে।আমি অজ্ঞান হয়ে যাই।