নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা প্রশাসক
মোস্তাক আহমেদ এর হস্তক্ষেপে
ভূমি অফিসের কানুনগো কে দেওয়া উৎকোচ ফেরত পেলেন স্কুল শিক্ষক মুকুন্দ মুরারি। ০২ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তাঁর নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী সৈয়দ দিদার বখত মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও সরকারি বিভিন্ন সেবা প্রদান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উক্ত স্কুলের শিক্ষক মুকুন্দ মুরারি সরকার জেলা প্রশাসক-কে মৌখিকভাবে অভিযোগ করেন যে, সম্প্রতি তিনি তাঁর স্ত্রী অনিমা সরকারের নামে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে জমির নামজারি করতে গেলে সংশ্লিষ্ট অফিসের কানুনগো ৫ হাজার টাকা উৎকোচ দাবি করেন। শিক্ষক হয়ে এতো টাকা প্রদান করা সম্ভব নয় বলে জানালে কানুনগো এর কমে নামজারি করা যাবেনা বলে সাফ জানিয়ে দেন। এরপর তিনি দাবিকৃত টাকা কানুনগোকে প্রদান করতে বাধ্য হন। বিষয়টি শুনে জেলা প্রশাসক তৎক্ষনাৎ মোবাইলে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করলে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভুক্তভোগীকে উৎকোচের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসককে। সংশ্লিষ্ট শিক্ষকও টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘুষগ্রহনকারী
কানুনগোর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সাতক্ষীরা মিডিয়া সেলে উল্লেখ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.