মোঃ শাহজালাল দেওয়ান,টঙ্গী: হাতে হাত রাখি অসহায় শিশুদের ঘরে তুলি,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় শিশুদের কল্যাণে বাংলাদেশ-এর উদ্যোগে এক আলোচনা সভা এবং অসহায় পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। শনিবার বিকেলে টঙ্গীর নতুন বাজার ক্যাপরি সিনেমা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপি নেতা শাহনূর ইসলাম রনি সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি বাচ্চু আলী তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ওয়াজ উদ্দীন, সাংবাদিক মমিন উদ্দীন আনসারী, বিএনপি নেত্রী হাসিনা মমতাজ এবং সাংবাদিক সুমন চৌধুরী সহ গণমাধ্যম কর্মী ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহনূর ইসলাম রনি সরকার তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমার বাবা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার জীবনের প্রতিটি ধাপে মানুষের জন্য কাজ করেছেন। গত ২০ বছর ধরে আমার বাবকে মিথ্যা ও সাজানো মামলায় জেলে আটক রাখা হয়েছে। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি, যেন তিনি দ্রুত মুক্তি পেয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। আমাদের সরকার পরিবার সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমার বাবা যদি মুক্তি পান, আমরা শুধুমাত্র এমন ক্ষুদ্র কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে আরো বৃহৎ কর্মসূচি গ্রহণ করবো, যাতে এই অসহায় শিশুদের জীবনমান উন্নত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত সকলে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। দোয়া শেষে প্রধান অতিথি শাহনূর ইসলাম রনি সরকার নিজের হাতে অসহায় পথশিশুদের মাঝে রান্না করা খাবার তুলে দেন। এই আন্তরিক মুহূর্তটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সবার হৃদয়ে গভীরভাবে দাগ কাটে।