টঙ্গীতে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা-২০২৫ ইং এর দুই দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শেষ হলো অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারী হিসেবে সরকারী -বেসরকারী কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিশু ও যুব প্রতিনিধি সদস্যবৃ্দ গণ অংশগ্রহণ করেন।গতকাল টঙ্গীর দিঘির পার অবস্থিত সাদিয়া কমিউনিটি সেন্টার রশিদ মোল্লা টাওয়ারে শিশুদের সার্বিক কল্যাণে পূর্ববর্তী কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার এই সভাটি পরিচালনা করেন টঙ্গী আরবান এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।উক্ত সভাটি টঙ্গী এরিয়া ওয়ার্ল্ড ভিশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জসীম উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, টঙ্গী এরিয়া ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম ম্যানেজার মানস বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার কামনা শীর্ষ নকরেক, প্রোগ্রাম অফিসার লিজা মিত্র।আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাদের মধ্যে, মাইনুল ইসলাম আরবান প্ল্যানিং অফিসার, আরশাদ হোসেন সেনেটারী অফিসার, খোরশেদ আলম শহর ও সমাজ সেবা কর্মকর্তা, ৪৬ নং ওয়ার্ড সচিব মোঃ কামরুল ইসলাম, ৪৮ নং ওয়ার্ড সচিব মোঃ রাকিবুল হাসান, ৪৯ নং ওয়ার্ড সচিব তানভীর আহমেদ, ৫১ নং ওয়ার্ড সচিব মিসকাতুল হক, ৫৩ নং ওয়ার্ড সচিব হাসিবুর রহমান, ৫৫ নং ওয়ার্ড সচিব ফাইজুল চন্দন সহ, বিভিন্ন এনজিওর কর্মকর্তা, এলাকার গণ্যমান্য বর্গ ব্যক্তি ও টঙ্গী এরিয়া ওয়ার্ল্ড ভিশন এর সদস্য বৃন্দুগণ।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.