রিপোর্টার //আব্দুল খালেক সুমন।
টঙ্গীতে দুই মাদক মামলার এক নারী আসামি ফের ৫৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন। টঙ্গী পূর্ব থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার লাইলী বেগম (৫৬), টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ৩নং ব্লকের বাসিন্দা। তার পিতার নাম তোফাজ্জল হোসেন (মৃত)এবং স্বামীর নাম আব্দুল মালেক (মৃত)।
টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মাদক বিক্রির খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় এরশাদনগর ৩নং ব্লকস্থ আসামী লাইলী বেগমের বসত ঘরের সামনের গলিতে অভিযান চালিয়ে লাইলী বেগমকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ৫৫০গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। লাইলী বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে রাতে তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার মামলা হয়েছে। লাইলী বেগমের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রুজু হয়েছিল যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.