ডাকাত দল গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে infotv চ্যানেলটি টঙ্গী পশ্চিম থানায় গিয়ে তথ্যটি সুনিশ্চিত হওয়ার জন্য থানার অফিসার ইনচার্জ শাহ আলম কে জিজ্ঞাসা করলে শাহ আলম বলেন ০৭/০৮/২০২৩ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর হোন্ডা রোড সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জনৈক বসির আহমেদ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর, ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তাৎক্ষনিকভাবে ডাকাত দলের ০৪ (চার) সদস্য (১) মোঃ আনোয়ার হোসেন (৩০), ২. মোঃ আল মামুন (৩০), ৩.মোঃ কোরবান আলী (২৫), ৪.মোঃ সজীব মিয়া (২০), গ্রেফতার করা হয় ।
আসামীদের দখল হইতে ০৪ (চার) টি চাকু উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ১১, তারিখ-০৭/০৮/২০২৩, ধারা- ৩৯৯/৪০২পেনাল কোড রুজু করা হয়।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.