গাজীপুরের টঙ্গীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর একটার দিকে টঙ্গীর শিলমুন জাম্বুরারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক মৃত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।পরে থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
রোববার দুপুরে ওই এলাকার একটি ধানক্ষেত কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ধানক্ষেতে জমাট বন্ধ কাঁদা পানিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হত্যার পর লাশটি ধানক্ষেত ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে
১৪.০১.২৪ইং
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.