জাতিয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা নূরুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি স্থানীয় নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবি করেন। সরকার শাহানুর ইসলাম রনি বলেন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়া আমার বাবা নুরুল ইসলাম সরকার মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর ধরে কারাবন্দি। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এসময় বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্যসচিব বীর রহমান, খোরশেদ আলম, রিয়াজ আহমেদ, হাবিবুর রহমান মিথুন সহ অন্যান্য নেতাকর্মীরা।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.