নিজস্ব প্রতিবেদক//
গাজীপুরের টঙ্গীতে পিকআপব্যানে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় ঢাকা-ময়নসিংহ মহাসড়ক থেকে গরু বোঝাই পিকআপভ্যান আটক করেছে পুলিশ। এ সময় গরু চোরসহ পিকআপভ্যান চালককে আটক করা হয়।আটক গরু চোর শাহ আলম (৬৪) কুমিল্লা জেলার মুরাদনগর থানার ডুমুরিয়া গ্রামের আ: লতিফের ছেলে। আটক অপর ব্যক্তি পিকআপ চালক মাসুম (৪৮)।মঙ্গলবার(২৪ অক্টোবর) বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর বিশ^ ইজতেমা মাঠ সংলগ্ন রাস্তার পাশে কয়েকটি গরু বাঁধা ছিল। মঙ্গলবার বিকেলে ওই চোর গরুগুলোর আশপাশে ঘুরাঘুরি করছিল। বিষয়টি সন্দেহ হলে তাকে নজরে রাখা হয়। পরে চোর একটি পিকআপভ্যান (নং ঢাকা মেট্রো ন ১৫-০৪৩১) ভাড়া করে স্টেশন রোড এলাকার বিশ ইজতেমার মাঠে নিয়ে আসে পরে তাড়াহুড়া করে দুটি গরু পিকআপে উঠানোর সময় আশপাশে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানানো হয়। গরু দুটি পিকআপে উঠিয়ে ঢাকার দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে পিকআপ ব্যানটি আটক করে পুলিশ। এসময় পিকআপে থাকা দুটি গরু ও পিকআপব্যান জব্দসহ গরু চোর শাহ আলম ও পিকআপ চালক মাসুমকে আটক করা হয়।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম দৈনিক প্রতিদিনের তথ্য কে বলেন, গরু চোর এবং দুটি গরুসহ পিকআপ আটক করা হয়েছে। পিকআপের চালকও আটক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।