রিপোর্টার //
মোঃ সেলিম মাহমুদ
গাজীপুর টঙ্গীর ৫৫ নং ওয়ার্ড জিন্নাত বস্তি উচ্ছেদ এর জন্য সন্ত্রাসী কায়দায় সীমানা নির্ধারণ করতে গিয়ে জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ভূমিদস্যু সন্ত্রাসীরা।এলাকার বাসিন্দারা জানান সাবেক টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সহসভাপতি মনির আহমেদ এর নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবি লীগের সভাপতি হারুনসহ ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী বাহিনী বস্তির সীমানা নির্ধারণ করতে আসে আমরা জিজ্ঞেস করি আমাদের বাড়িঘর কার অনুমতি নিয়ে মাপতে এসেছেন,তখন আমাদের নানাভাবে বকাবকি শুরু করে,একপর্যায়ে আমাদের উপর আক্রমন করে সন্ত্রাসীরা,এসময় ৩ নারীসহ বেশকয়েকজন গুরুতর আহত হয়।এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় হুমকি প্রদর্শন করে আবারও হামলা চালাবে।বস্তিতে বসবাসকারী লোকজন বলেন কিছুদিন যাবত আমাদের উচ্ছেদ করতে না না ভাবে হয়রানি করা হচ্ছে,আমরা ৫০ বছর যাবত এখানে বসবাস করে আসছি,আমরা যারা বস্তিতে বসবাস করি সবাই নিম্ন আয়ের মানুষ এখানে থেকে ছেলেমেয়েদের না না এনজিওর দেওয়া স্কুলে লেখাপড়া শিক্ষাচ্ছি।কোন রকম খেয়ে পরে জীবন চালাচ্ছি।আর এই চক্রটি আমাদের গৃহহীন করতে উঠে পরে লেগেছে।আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাজীপুর ২ আসনের সাংসদ মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।এবং এদের বিচার দাবি করছি। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি শাহ আলম জানায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।