স্টাফ রিপোর্টার//
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৭ নং ওয়ার্ড মরকুন পশ্চিমপাড়া এলাকা থেকে ১১ ই অক্টোবর ২০২৩ ইং তারিখ বুধবার আনুমানিক রাত ১.৩০ মিনিটের সময়,টঙ্গী পূর্ব থানার জিডি নং- ৭৬০ তারিখ ১১/১০/২০২৩ ইং মূলে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায়, চৌকস পুলিশ অফিসার এসআই-আশরাফুল আলম, এএসআই- মোঃ সরোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করিয়া ১ জন মাদক ব্যবসায়ীকে ৮৪০ পিচ ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করে। ওয়ারেন্ট তামিল অভিযান ডিউটি করাকালীন রাত ০১.৩০ ঘটিকায় সংবাদ পান যে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন পশ্চিম পাড়া জনৈক আল আমিনের বাসার সামনে একজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে।করিছ পরবর্তীতে অত্র থানার মোবাইল ৭ ডিউটিতে নিয়োজিত এএসআই/ সরোয়ার ১ ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া জনৈক ১। শ্যামল (৩১), পিতা- মোঃ লাল মিয়া, মাতা- উজালী, সাং- টেমাই, ইউনিয়ন- নায়েরগাঁও দক্ষিন, থানা- মতলব দক্ষিন, জেলা- চাঁদপুর, এপি সাং- শিলমুন পশ্চিম পাড়া ( জনৈক আল আমিনের বাসার ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে মাদক বিক্রয় করে বলে স্বীকার করে। পরে আসামীর দেয়া তথ্য মতে আসামীর পরিহিত জেগিন্স এর পকেট হইতে তিনটি সাদা জিপারে রক্ষিত ২৪০ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন, এবং আসামীর হাতে থাকা একটি সাদা কাপড়ের শপিং ব্যাগে রক্ষিত কালো-সোনালী কালারের থলি ব্যাগে ০৩ টি নীল জিপারে রক্ষিত ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট ৮৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যাবসায়ের কাজে ব্যবহৃত ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়। মামলা শেষে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন টঙ্গী মরকুন পশ্চিম পাড়া থেকে ৮৪০ পিচ ইয়াবা টেবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। আসামী দীর্ঘদিন ধরে গাজীপুর টঙ্গী সহ দেশের বিভিন্ন জায়গায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে। আমার অত্র থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং এবং চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ সকল দূষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।